মিথ্যাবাদীর বর্ণ অনেক
লাল কিংবা কমলা কিংবা বেগুনী
মিথ্যাবাদীর কথার ঝুড়ি
অপমানে ওস্তাদ- অপমানে বাহাদুরী
নিজের দোষ-এর ভার অন্যের কাঁধে চাপিয়ে
যোগ্যতাহীন অহংকারে
চোয়াল ভয়ংকর
মিথ্যা কথার কত বাহার
চিত্ত্কার করে মহল্লা যোগাড়
কাকা কাকের আর্ত্মস্বর
মিথ্যাবাদীর বর্ণ অনেক
সময় হলেই খুলবে মুখোশ
সম্মুখে যেন নমরূদ
পিছনে ইবলিসের ধোঁয়া
মিথ্যাবাদীর হতাশা জালিমের হাতিয়ার
অশিক্ষিত মূর্খ জাহেলের তলোয়ার
গালি তারাই দেয় যে অশিক্ষিত আবর্জনার ন্যায়
আবর্জনায় বসবাস , করেছে নিজ-জীবন ব্যায়
ছেলেবেলার সুখের স্মৃতি তার গন্ডমূর্খের চিত্ত্কার
আর মিথ্যা কথার প্রলেপে সংরক্ষিত সংসার
২০ শে মার্চ ২০২২