অশনী কোনও প্রভাত নয়,
নির্ঘুম কোনও রাত নয়,
শীতল কোনও বৃষ্টিকাল নয়,
নির্লিপ্ত কোনও আত্মা নয়;
পটভূমির নিয়মাবলী,
কিংবা
সমুদ্রের ফেনারাশী,
কিংবা
মুহূর্মূহ আবেগের আবৃত্তি,
কিংবা
বিতারিত সমাজের কবি;
কিংবা
পথ চলতে চলতে ক্লান্ত কোনও পথিক,
কিংবা
সময়ের বিবর্তনে অদৃশ্য কোনও নির্ভীক;
বর্বর কি তবে এই অধ্যায়?
নিষ্ঠুর কি তবে সেই সময়?
নিশ্চুপ কি তবে মনের গহীনে অন্তর্নিহিত কোনও স্বপ্ন?
নির্বাক কি তবে কন্ঠের নালীতে আটকে পড়া কোনও শব্দ?
হারিয়ে যাওয়ার যত অজানা ভাষা,
কিংবা
শূণ্যের তরে যত উড়ন্ত জিজ্ঞাসা,
কিংবা
আবর্তিত যত অতৃপ্ত পিপাসা,
কিংবা
অলিখিত যত প্রজ্ঞাময় কথা;
তবুও কি হেঁটে যাওয়া সম্মুখে?
অদৃশ্য আলোর সন্ধানে?
৮ই ডিসেম্বর ২০২২