ভীষণ তীব্রতর গতিবেগ
সামান্য কয়েকফোটা চোখের জলে,
যেন ঘূর্ণিঝড় এর উষ্ণ বায়ুচাপ
চূড়ান্ত এক শীতল জলরাশির কণার
অণুতে-অণুতে,
পরমাণুতে-পরমাণুতে,
সুদীর্ঘ, দুর্গম, সুতীব্রতর প্রার্থণাকে,
বহন করে নিয়ে চলে,
এই মায়াবী দগ্ধ গোলক হতে,
বহু ক্রোশ উর্ধে;
বোধ, পটভূমির সীমান্তে কোনওদিন
আটকে থাকতে পারেনা
বরং, দিগন্তের দূরত্বকে ক্রমশ নিশ্চিহ্ন করে দিয়ে
জ্যামিতিক কোনও কোণ-কে লক্ষ করে,
ভয়ংকর আলোকগতিতে ছুঁটে চলে;
কোথায়?
আবারও বোঝাতে হবে?
শুধুই কি তেজস্বিনী সুক্ষ্ম চোখের কোণ?
নাকি দুর্বার, অকপট, সত্য, নিশ্পলক
-- ওজস্বিনী চাহনি?
-- প্রার্থনার ব্যাপ্তি?
২১/০৩/২০২১, ১:৪০ রাত