বহু বছর আগের কথা
স্বপ্নগুলো যখন চিচ্চিড় করে কাঁচের মত ভেঙ্গে
গুড়োগুড়ো হয়ে গিয়েছিল
রক্তের প্রতিটা নালী তে ছিদ্র ছিদ্র করে ঢুকে গিয়েছিল
প্রতিটা কাঁচের গুঁড়ো
অযথা যেন ধূমকেতুর মত ছিটকে পড়েছিলাম
বিশাল ব্রহ্মান্ডের বাইরে কোনও কাল গহ্বরের নিকট
হা! হা!
ভেবেছিলাম মৃত্যু ও কেন আলিঙ্গন করে নিল না?
কাঁদতে কাঁদতে সমস্ত মহাসাগরে যখন
জল বিসর্জন করতে চাইলাম
এক ফোটা অশ্রু ও কেউ গ্রহণ করেনি
যেই সীমাহীন শূন্যস্থানে তা পূরণ
কোনও দেশের বিশ্বাসঘাতক রাজকুমার করতে পারবে না
প্রেয়সীকে হিংস্র, ক্ষুদার্থ হায়েনাদের মাঝে ফেলে আসা
সেই সে অন্য কোন বিশ্বাসঘাতক নারীর একান্তে হয়ে থাকা কোনও রাজকুমার ?
হা! হা! হা!
ধিক্কার!!!
ক্ষমা কোনও বাজারে দরে বিক্রি হয়না
ভুলে যেতে চাই সেই ক্রুদ্ধ , নিষ্ঠুর, অহংকারময়, ভয়ংকর সময়ের ধৃষ্টতা
ছিলাম আমি দুর্বল, মায়াময়, নিষ্পাপ
আবেগ-আচ্ছন্ন, সরল এক স্নেহময়ী কিশোরী
আর তাইতো সেই সে ভয়ঙ্কর স্পর্ধা র খেলায় ছিল সে উন্মত্ত
ভুলে গিয়েছি যা
কুঁড়ে কুঁড়ে আজ তা আর ফিরে ও দেখতে চাইনা
যেই বিশ্বাস ঘাতকের দানবীয় অবয়বে হয়েছিলাম
চূর্ণ- বিচূর্ণ
সেই কবে সেই অপারগ-অক্ষম দানবকে ছুঁড়ে ফেলে দিয়েছি
সীমাহীন প্রান্তরে র ওপারে
সেই কবে সেই পৈশাচিক-উদ্ভ্রান্ত-বিশ্বাসঘাতকে অজস্র বার পুড়িয়েছি
জ্বলন্ত অগ্নি দিয়ে সেই আত্মার রন্ধ্রে রন্ধ্রে
সেই সময়ের সেই কিশোরী বালিকার
অপার্থিব আর্ত-চিৎকার
পুরোটা বিশ্ব যেন আহত হয়েছিল
অগাধ নিঃস্বার্থ ভালবাসার
জঘন্য হত্যাকান্ডে
পুরো সাতটি আসমান ও বুঝি কম্পিত হয়েছিল
তাইতো
হিংস্রতাকে ধিক্কার
পৈশাচিক বর্বরতা কে ধিক্কার
অমানবিক বিশ্বাসঘাতকাকে ধিক্কার
অতীতের সমস্ত নষ্ট-পচে যাওয়া দুর্গন্ধ কে ধিক্কার
অবয়বহীন কাপুরুষতা, নির্লজ্জ ক্রুদ্ধতাকে ধিক্কার
২৩ শে এপ্রিল ২০১৬ ,রাত ১ঃ২৫