অন্যায়ে সমর্থন যে অন্যায়কারী
অন্যায়ে বসবাস করা যে মদতদানকারী
সেই সে ব্যাধিগ্রস্ত অসুস্থ চিত্ত;
সেই সে বিকৃতি, অন্ধত্ব।

খোদার নামেও অন্যায়ে মত্ত, অনবরত;
নেই কোনও দ্বিধা-দ্বন্দ্ব; যেন ধূর্ত, রক্তশূন্য;
নেই কোনও অনুশোচনা; যেন হিংস্র, বোধশুন্য;
নেই কোনও লজ্জাবোধ; অভূতপূর্ণ ঔদ্ধত্য।

ভুলে যেওনা হে ব্যক্তিত্বহীন, হে স্থূল,
হে অভদ্র, হে অসুস্থ, হে অমানুষ
তোমার হাজার হাজার অনৈতিক
কর্মকাণ্ড প্রকাশ্যে আসা
আলোর সম্মুখপানে আগমন
সামান্য কালক্ষেপনমাত্র;
তোমার মিথ্যা কথার পাহাড়
ভস্ম করবেন স্বয়ং বিধাতা,
অগ্ন্যুৎপাতের প্রতীক্ষা মাত্র।

ভুলে যেওনা হে অযোগ্য, হে অপভ্রষ্ট,
হে অবিশুদ্ধ, হে দুর্নীতিগ্রস্ত
তোমার সমস্ত পক্ষপাতদুষ্ট
অভদ্র আচরণ সর্বসমক্ষে আসা
সময়ের প্রত্যাশা মাত্র;
তোমার অনুগামিবৃন্দ, মূল্যবোধহীন সেইসব পাপীদের
ধ্বংস করবেন স্বয়ং সৃষ্টিকর্তা
বজ্রপাতের অধীর অপেক্ষা মাত্র।

অন্যায়ে সমর্থন যে অন্যায়কারী
অন্যায়ে বসবাস করা যে তোষামদকারী
সেই সে ব্যাধিগ্রস্ত হীনমন্যতা অমানবিকতা
সেই সে অভিশাপপ্রাপ্ত দুর্ভাগা।

২৫শে অক্টবার ২০২৪