অসম চিন্তার অসংলগ্ন প্রকাশ
বুদ্ধি যখন বাকরুদ্ধ
পবিত্রতা তখন আকাশে
উড়ে বেড়ায়
সে এক বিহ্বল কান্ড
কিংকর্তব্যবিমূড় যে প্রকান্ড বৃক্ষ
সেও যেন অবাক বিস্ময়ে দিকবিদিকশূণ্য
এ কেমন অবয়ব
সে কেমন পূণ্য
হাহাহা!
নিরুত্তর আজ ধরণী
এ কেমন সাজ
সে কেমন গতিরুদ্ধতা
হাহাহা!
ভাসমান আজ সমস্ত প্রেতাত্মারা
পবিত্রতা অর্জন
অথবা পবিত্রতা যেন এক 'খনার বচন' এর পক্তিমালা
হে বিধাতা!
হে বিধাতা!
হিংস্রতাও যেন পবিত্র আজ
অজস্র কবিতাগুলোর কাল রাত্রিও কি তবে পবিত্র?
অসংখ্য পাপ এর বোঝাও যেন পবিত্রতার অভিনয়ে
নিয়োজিত
হাহাহা!
উদ্ভ্রান্ত আমি!
বিহ্বল আমি!
হতভম্ব আমি!
হে বিধাতা!
উত্তর দাও!
১১ ই জুলাই ২০১৬ , দুপুর ২ঃ৩৬