সময় যেন এক নিভৃতে রেখে যাওয়া কোনও
বন্ধ কুঠুরীতে আটকে পরা
অপ্রয়োজনীয় কোনও অধ্যায়
সময় যেন শুধুমাত্র অন্যের জন্য নির্ধারিত কোনও
লিপিবদ্ধ বইয়ে
উপহাসের বিষয়
সময় যেন অন্ধ বৃত্তান্তে আবৃত হতে থাকা কোনও
মা য়ের আঁচলে আটকা পড়ে থাকা
এক বৃদ্ধের হাস্যকর রুদ্ধ দীর্ঘ্শ্বাস
সময় যেন যুগান্তর পেরিয়ে দমবন্ধ হয়ে থাকা কোনও
দুর্দমনীয় প্রেয়সীর প্রার্থনারত , ক্রন্দনরত হৃদয়ে
শত আঘাতের পরও অসংখ্য আঘাতের চিহ্ন
সময়ের যেন কোনও অশুভ সন্ধ্যা রয়েছে
সময়ের রয়েছে কোনও হিংস্র ভোর
সময়ের রয়েছে হিসাবহীন অরুচিকর বিভত্ফ্স জয়জয়কার
সময়ের রয়েছে অদ্ভূত বিরামহীন ছুটে যাওয়া গন্তব্যহীন দ্বন্দ্ব
হা হা হা হা হা ! হায় রে সময়!
আর কত প্রাণ নিয়ে তুমি হতে চাও অজয় অরয় ?
৩রা আগস্ট ২০১৬ , রাত ৮ঃ২৬
বুধবার , ২০১৬