পথ চলতে চলতে আবারও কোন একদিন
দেখা হয়ে যাবে হয়ত
তোমার সাথে
কুড়ি কিংবা তিরিশ কিংবা চল্লিশ বছর পরে?

জীবনের তীব্র আকাংক্ষিত চাওয়া
একসাথে হয়ত কোনদিন হবেনা থাকা

আবারও কোনও এক পূর্নিমার রাতে
তোমার পাশে বসে
সমুদ্রের ঢেউগুলো মুগ্ধচোখে অবলোকন করব
অভিমানী হয়ে কতশত পুরোনো অপূর্ণ গল্পগুলোর মালা গাঁথবো
কন্ঠে আঁটকা পড়া শুষক অশ্রু হৃদয়ের নালিতে গোপনে রেখে দিব

অনেক না বলা কথা তখনও বাকি থেকে যাবে হয়ত
অনেক অনেক অশ্রুজল তখনও মেঘের কোলে হারিয়ে যাবে হয়ত

পথ চলতে চলতে আবারও যদি
কোন একদিন
দেখা হয়ে যায়
তবে
কাছে এসে হাতটা বাড়িয়ে দিওনা আর
আর কোনদিন মিথ্যে আশা , মিথ্যে আলোয় আমাকে
রাঙ্গাতে চেয়োনা
আর কোনদিন বুকে জরিয়ে ধরে বলনা
ভালবাসি

এতটা বছর পার করে এসে আজ এ হৃদয়
অনেক ক্লান্ত
আরও বহু বছর পর আবারও
তোমার চোখের সেই অদ্ভূত আলোকিত হাসি
দেখিয়ে আমাকে দুর্বল করে ফেলোনা

পথ চলতে চলতে আবারও
যদি আমাদের পথ পৃথক থেকে যায়
তবে আর কোনদিন ফিরে এসোনা
এ দৃষ্টির সীমানায়
এ হৃদয়ের মণিকোঠায়
ফিরে যেও অতৃপ্ত আত্মিক শক্তি নিয়ে
সেই অতৃপ্তির জগতে

১৬ই মে ২০১৫, রাত ৮ঃ৪৭