শব্দহীন এক ভোঁ ভোঁ আওয়াজ
মাথার ভেতরে
হৃদয়ের গভীরে
সত্তার সমুদ্রে
একটি সুর যখন ছন্দপতন ঘটায়
একটি কালি যখন দাগ হয়ে যায়
একটি স্বাদ যদি অযত্ন-অবহেলা হয়ে পড়ে
একটি কথা যখন অশ্রাব্য ভাষায় পরিনত হয়
একটি রাত যখন কালো-গহ্বর মনে হয়
একটি ধুলোর কণা যখন ঘূর্ণিঝড়ের আভাস দেয়
একটি রং তুলি যখন অস্ত্র হয়ে পড়ে
একটি আঘাত যখন আজীবনের ক্ষত-চিহ্ন হয়ে যায়
একটি সুঁচ যখন জীবনব্যথা সেলাইয়ে ব্যস্ত হয়ে পড়ে
একটি স্বপ্ন যখন অশ্রুধারা হয়ে পড়ে
বারংবার অযথাই যখন বিদ্বেষ মাত্রা ছাঁড়িয়ে যায়
স্বার্থ যখন হিংস্রতার রুপ নেয়
অপমান যখন নিত্যনতুন এক বিষয়
অজস্র আলোকচ্ছ্টাও যখন অন্ধকার ঘোঁচাতে পারেনা
আবারও শোঁ শোঁ ভোঁ ভোঁ আওয়াজে
মগজের জগতটা ক্রন্দনরত হয়ে পড়ে
আর হৃদয় নিজের অজান্তেই ডুঁকড়ে কেঁদে উঠে
চোখের কোণে যেন নিঃশব্দ জলরাশির বন্যা বয়ে যায়
কিছু শব্দের আবিষকার
কিছু ভাষার ব্যবহার
যেন সমগ্র অস্তিত্বকেই মিথ্যা করে দিতে বাধ্য
যেন সম্পূর্ণ কবিতাকেই পুড়িয়ে ছাই করে দিতে একাগ্র
আর ভালো লাগছে না সময়
আজ তবে বিদায়
আজ তবে বিদায়
২৩শে মার্চ ২০২১, রাত ৩ঃ৫৮