ফিরে এসো প্রিয়তম
তোমার তরে অপেক্ষারত
আমার ভোরের শিশির যত
এই যে এই ঘুঘুর ডাকে
শীত গুটি গুটি পায়ে ভান্ঙ্গে
এই যে এই সবুজ ঘাসে
তোমার গানের মালা রয়েছে
ফিরে এসো প্রিয়তম
তোমারই আমি জেনে রেখো
এই যে এই দুহাত মুঠো করে
কবিতাগুলো আঁকড়ে ধরে
যত স্বপ্ন রথে চড়ে
বসেই রয়েছি তোমার পথ পানে
এই যে দেখো এই বাগানে
এই যে বাড়ির আঙ্গিনাতে
কৃষ্ণচূড়া ঝরে পড়ে
শীতের বকেরা এ ঝিলেই উড়ে
হীম হাওয়ায় ধ্যানে ধ্যানে
এই হৃদয়ের কোণে কোণে
আছ তুমি হৃদয় জুড়ে
আছ সকল কবিতার পঙ্ক্তিতে
ফিরে এসো প্রিয়তম
এসো তোমার নিজ ভূমে
দেখো কত আলো ছড়িয়ে
ঝি ঝি ডাকে মনে-প্রাণে
১৫ই ডিসেম্বর ২০২১ , ৩ঃ৪৭