যদি সত্যি এমন হত
হতাহতের পর মৃতরা জেগে উঠ্ত
তবে বিষয়টা দারুন হত
যদি শত আঘাতের পর
আঘাতগুলো নিশ্চিহ্ন হয়ে যেত
যদি নিশ্ঠুর বক্তব্যের পর কথাগুলো
সত্যি হারিয়ে যেত মেঘের ভেলায়
যদি মনুষ্যত্ব হত
এক মুঠি আওড়ানো বুলি
ক্ষতগুলোর হত নির্দয় প্রসহান
যদি হারিয়ে যাওয়া সত্যি সহজ হত
তবে
কথার প্রলেপ -এ আবৃত হয়ে যাওয়াই যেত
যদি হৃদয়কে চিড়চিড় করে
কেঁটে -ছিঁড়ে টুকরো টুকরো করার পর
নির্বিকারভাবে ভুলে যাওয়া যেত
সমস্তটা জর্জরিত স্বত্ত্বা
যদি অন্য কোনও জগতে মজে যাওয়া যেত
তবে বিষয়টা ভীষণ দারুন হত
কথার প্রলেপ-এ
যদি সবকিছুই প্রলেপিত হত
তবে তোমার ক্রুড়তা
কবেই আকাশে উড়ে যেত
নিশ্চিহ্ন হয়ে যেত
এ ভূমি থেকে চিরকাল
নিশ্চিহ্ন হয়ে যেতাম আমি
তোমার কাপুরুষতা যদি
শান্ত করতে পারত
এই আত্মার ক্ষত হয়ে থাকা
দগদগে ঘৃণ্য আঘাতগুলো
তবে
কবেই অন্য কোনও কথার
আবেশে শূন্য হয়ে যেত
অনুভূতির সমস্তটা দরজা
শূন্যে ভেসে থাকত
আবেগের সমস্তটা ভাষা
১২ই মে ২০১৬ , দুপুর ১ঃ৩২