স্তব্ধ সময়ের রুদ্ধ আশ্বাস
দ্বন্দ্বহীন স্বপ্নের ন্যায় এই নিঃশ্বাস-প্রশ্বাস
ভালবাসার যে অমোঘ ব্যপ্তি
স্পর্শ কি করতে পারে সেই কবিতাটি?
আলো আসে আলো নিভে যায়
নিবীঢ় অন্ধকার কি আলোক্চ্ছটার গতিরোধ করতে পারে?
শূণ্যে আরোহিত বর্ণমালার রং
গোধূলীলগ্নে কি আবারও ফিরে আসে?
যত বাঁধাই রোধ করুক এই কন্ঠকে
অবরুদ্ধ করুক এই পথচলাকে
দিগন্তের হাতছানি কি হাঁতড়ে বেড়ায়
রণক্ষেত্রের রক্তাক্ত বর্বরতাকে?
কবিতা সকল দুঃখ-ক্লেশ পেরিয়ে
ঠিকই পৌঁছে যায় আলোকিত গর্ভে
সকল কন্টকতা মাড়িয়ে
ঠিকই পথ খুঁজে নেয় স্নিগ্ধতার সত্য বলয়ে
তাইতো পৃথিবীর সকল বীর
ভেঙ্গে চুরমার হয়েও উদ্ভ্রান্ত নয়
তাইতো সততাই পবিত্র ভূষণ
নিরন্তর ছুঁটে চলার বোধ হয়ে রয়
১০ই মে ২০২২, ২ঃ৪০ দুপুর