তটরেখার পাশ ঘেষে বেড়ে ওঠা,
অভিক আলোর পথযাত্রীরা,
অপ্রতিরোধ্য বীরের বীরত্বগাঁথা,
ইতিহাসের রন্ধ্রে রন্ধ্রে থাকবে লেখা;
যারা দুর্নিবার, অকুতোভয়,
যারা অদম্য, দ্যুতিময়,
যারা নির্ভীক, হৃদয়ময়,
যারা প্রবল, অপরাজেয়;
দ্বিধাহীন সমন্বয়,
সহজবোধ্য যুক্তিময়,
ন্যায়পরায়ণ যোদ্ধা,
দুর্দন্ত অভীপ্সা;
চব্বিশের জুলাইয়ের রক্তক্ষয়িতা,
মারাত্মক জ্বলন্ত দীর্ঘ শত কবিতা,
সৈরাচারের বিরুদ্ধাচারণ ক্রিয়া,
মনুষত্যের সেই শেষ সীমানা;
রক্তাক্ত সেই আলোকিত ভাই, সেই দৃঢ়-প্রতিজ্ঞ অজেয় বোন,
রক্তরঞ্জিত প্রতিটি বিবেকবান মানুষের অন্তর,
রক্তকাঞ্চন সেই ছোট্ট শিশুর অবশ হয়ে পরা শরীর,
রক্তস্নাত এই বাংলাদেশের প্রতিটি প্রান্তর;
এই মুক্তি নির্বাক বিহগকূলের
স্নিগ্ধ উড়ন্ত ভালবাসা,
এই অবরুদ্ধহীনতা
নীলে ভাস্বর বিশুদ্ধ স্বাধীনতা।
১লা জানুয়ারী ২০২৫