অনুরোধ নয়
আবেগের বহিঃ প্রকাশ নয়
স্নেহের তরে প্রত্যাগতি নয়
বিবর্ধিত উপেক্ষার তরে প্রায়শ্চিত্ত নয়
বিবেক তাড়িত বিভাজনের সংযুক্তিকরণ নয়
তবে কি,
এত প্রতীক্ষা, শত কুয়াশা
এত জীর্ণতা, শত আকাঙ্ক্ষা
এত আবৃত্তি, শত শত কবিতা
সব-ই
অপূর্ণতায় জলাঞ্জলি?
সূর্য যে পথে ঘুমোতে যায়
সে পথেই কি ফিরে আসে?
প্রকৃতির মাঝে নিমগ্নতা নয়
তমসা ছিন্ন করে প্রতিভাসিত হওয়া নয়
আহ্নিক গতির বিপরীতে গিয়ে নয়
যন্ত্রণার সমাপ্তি কালে ত্রপিত নয়
ভূমিকম্পে যে প্রাণ হারায়
সে তার অস্তিত্ব কেও কি হারিয়ে ফেলে?
তবে কি,
এত শিক্ষা , শত দীক্ষা
এত আহুতি, শত উৎসর্গপত্র
এত প্লাবন, শত শত ঘূর্ণিঝড়
সব-ই
উচ্ছৃঙ্খল উচ্ছ্বাস?
এ কেমন প্রত্যাবর্তন?
এ কেমন উড়ন্ত অভীপ্সা?
এ কেমন নির্বিকার আশ্বাস?
এ কেমন মমতা হীন মানবতা?
১৭ই অক্টবার ২০১৫