কখনও কখনও অনেক আলোকবার্তার
মাঝে চুপিসারে আঁধার,
খুঊব গহীনে লুকিয়ে বসে থাকে,
যাকে ভেদ করে কোনও তীব্র আলোকরশ্মিও
ব্যর্থ হয়ে যায় আলোকিত করে দিতে ;
আলো-ছায়ার এক উন্মাদনা,
বিষাদ-মায়ার এক প্ররোচনা ;
বিরহ কিংবা ভালবাসার এক উপাখ্যান,
ধৈর্য এবং বোধ এর এক সরল অংকন;
অমূল্য কোনও স্মৃতির বিস্তৃতি,
নিছক স্নিগ্ধ অথচ জটিল ধাঁধাঁর আবৃত্তি;
কখনও কখনও অমোঘ আলোকবৃতিতার
আবর্তে আবিষ্ট সত্তার,
প্রতিবিম্ব থেকে বিচ্ছুরিত হতে থাকে,
ত্রিদিপের অরোরার সবুজাভ-আভাস,
নিঃশব্দ- নির্ভেজাল -নিষকন্টক প্রকাশ;
মৃত্তিকার ঠান্ডা,
যেমন সত্তার সৌন্দর্যকে টানে,
ব্যাথার গল্পগাঁথা,
তেমনি আত্মিক ইন্দ্রজালে আবদ্ধ থাকে;
প্রখর দিধীতির মাঝে,
তোমার মুখটুকুই শুধুমাত্র
আলোয় কিংবা আঁধারে কিংবা স্নেহে কিংবা বিরক্তিতে,
অস্তিত্বের অতলে,
খুব সহজেই স্পর্শে আসে।
২৭শে মার্চ'২০২১, রাত ৪ঃ৪৩