সেই সে দুর্দান্ত, সাহসী, নির্ভীক,
আবু সাঈদ
তেঈশ বছরের ছোট্ট জীবনে,
সমগ্র দেশের মানুষের মনে,
করেছে আশার সঞ্চার ;

সৈরাচারের বিরুদ্ধাচরণে,
পুলিশি হত্যার প্রতিবাদে,
নিরস্ত্র, নিরীহ অভ্যুত্থানে,
গুলিবিদ্ধ রক্তাক্ত দেহে,
নির্মম প্রাণনাশে,
সেই অসম সাহসী যুবক
বুক পেতে দেয়া অভয়, দৃঢ়,
আর দেশবাসী কিংকর্তব্যবি;মূঢ়

পরিবারের নয় ভাইবোনের সর্ব কনিষ্ট,
বুদ্ধিদীপ্ত, মেধাবী, অত্যুজ্জ্বল;
১৬ জুলাইয়ের সেই দিন,
সর্ব-সমক্ষে, দিনের আলোয়
ঘটে যাওয়া সেই চূড়ান্ত অধ্যায়
অজেয় সেই ব্যক্তিত্ব হল ঠান্ডা মাথায় খুন;
এ এক অগ্নিঝরা প্রাণবধ
ক্ষমার অযোগ্য ফ্যাসিসম;

অন্তঃসারশূন্য কিছু অমানুষের বিবেকে
নাড়া দিতে চেয়েছিল শুধু,
আলো জাগানোর পথে হেঁটেছিল কিছু কদম মাত্র;
তার প্রয়াস, তার প্রচেষটায়,
বিধাতার আশীর্বাদ ছিল যেন;
ঘুম ভেঙ্গে উঠেছিল ভঙ্গুর হয়ে নুইয়ে পড়া এক নিপীরিত জাতি,
তার অভিক ত্যাগ আজীবন মনে রাখবে এই বিশ্ববাসী।

২১শে জানুয়ারী ২০২৫