যে ঘৃণার স্তরে সেই অস্তিত্ব
পুঁড়ে ছাঁই হয়ে যায়
যে ঘৃণার স্তরে সেই আমিত্ব
ধ্বংসস্তূপে মহত্বহীন- ঘৃণ্য হয়ে পরে থাকে
সেই ঘৃণার আবর্তেই এই সত্তা আবর্তিত

যে ঘৃণার স্তরে পৌঁছুলে
কামনা করা যায়, কারও ভয়ংকর মৃত্যু,
মৃত্যুর পরের বার্যাখ -অভিশপ্ত,
যে ঘৃণার স্তরে গিয়ে
যে বোধ অবলীলাক্রমে অপবাদে, ঘৃণায় অলংকৃত

তুচ্ছ, হিংস্র, নির্লিপ্ত সেই আত্মা
কেবলমাত্র ঘৃণারই যোগ্য,
সে কোন চতুষকোণ ভালবাসা্য় উদ্ভাসিত , শিহরিত
ধাবিত সেই ঘৃণিত আত্মা
ঘৃণ্য কদাকার এক অবশিষ্ট মাত্র

২৭শে ডিসেম্বর ২০২৪