সময় যেমন অদৃশ্য কোনও সৌন্দর্যকে হাতছানি দিয়ে ডেকে যায়
ঠিক তেমনি,
সময় অতীতের ক্ষত কে খুব নিখুঁত ভাবে আল্পনা এঁকে ঢেকে দেয়
জীবনানন্দ ,
তুমি কি কখনও অতিবাহিত সময়ের আলোড়ন কে
অনুভব করেছিলে?
তুমি কি কোনও দিন সুপ্ত সময়ের তপ্ত রাগ -এ
আস্থা রাখতে পেরেছিলে?
অসহ্য যন্ত্রণা কেন
তবে তোমার কবিতাগুলোতেও অম্লান করে রাখল?
শিরায় শিরায় স্পন্দন নয় কম্পন ধরায়
এমন বিদগ্ধ , শিহরিত , উদ্ভ্রান্ত ধারা
কেন লিখে গেলে?
আমি আগেও বলেছি
যা লেখা যায় তার থেকে অনেক বেশী যেন
অনুভূত হয় প্রতিটি রন্ধ্রে
আমি আগেও বলেছি
যা সত্যি ভালবাসা যায় তা আত্মায় মিশে যেতে
খুব দেরি হয়না
আমি আগেও বলেছি
তোমার লেখা প্রতিটি শব্দ , প্রতিটি অক্ষর
মৃত আত্মাদেরও যেন জাগ্রত রেখে যায়
তবে কি তুমি জীবনে বিশ্বাসী ছিলেনা?
তবে কি তুমি তোমার সংগৃহীত কষ্ট নিয়ে
সমুদ্রের বুকে ঝাঁপ দিয়ে নিঃশেষ হতে চেয়েছিলে
এক রাশ সাদা ফেনায়?
তবে কি তুমি তোমার সকল যন্ত্রণা , আবেগে
কাউকে অংশীদারিত্ব দিতে চাওনি?
তবে কি সমস্ত অভিমান নিয়ে আকাশ পানে
যাত্রা করতে চেয়েছিলে?
আমি উত্তরের অপেক্ষায় আছি
১৫ ই জুন'২০১৬ , দুপুর ১ঃ২৬