প্রতিবার প্রার্থনায়ই তো বলি
মাবুদ, আমি যেন তাকে ভুলে যেতে পারি
ঘুমুতে গিয়েও বলি
ঘুম থেকে জেগেও বলি
মাঝ রাত্তিরে ঘুম ভেংগে গেলে বলি
আমি যেন তাকে ভুলে যেতে পারি
একা হাঁটতে হাঁটতে মেঘের দিকে তাকিয়েও বলি
তাকে আমার ভুলে যাওয়া সমীচীন।

পেট থেকে লম্বা শ্বাস বেরুলেই তো বলা হয়ে যায়
তাকে ভুলে যাওয়া একান্ত দরকার
মমতাময়ী কোন নারীর দিকে তাকিয়েও বলি
তাকে ঠিক ভুলে যাবো
স্নানঘরে, গাড়িতে কি আপিসে
বাজারে বা চৈত্রের খরোত্তাপে পুড়তে পুড়তে
আমি বলে যাই
তাকে আমি ভুলে যাবো ঠিকই
হুড়োহুড়ি ভীড়ের মধ্যে
কিংবা শান্ত হয়ে বসা পড়ার টেবিলে
সবসময় বলি, ভুলে যেতে চাই
প্রতিবার শ্বাস প্রশ্বাসেই তো বলি
আমি তাকে ভুলে যেতে চাই...