এই গাঢ় হয়ে আসা সন্ধ্যাবেলায়
মাথার উপরে এই যে
এই বড় পাখিটা
ডানা মেলে আকাশে উড়ছে
খানিকটা ডানা ঝাপটাচ্ছে
আবার বিমানের মত ডানা মেলে ধরছে
এই যে, এই পাখিটা কত দ্রুত ছুটছে
এই পাখিটা ইচ্ছে করলেই
এই মুহুর্তে গিয়ে বসতে পারে কোন সমুদ্র সৈকতে
কিংবা কোন প্রত্যন্ত অঞ্চলের কারো বাড়ির উঠোনে
পাখিটা ইচ্ছে করলেই ছুটে যেতে পারে
কেওক্রাডং কিংবা তাজিং ডংয়ের চূড়ায়
পাখিটা ইচ্ছে করলেই গিয়ে বসতে পারে
কারো বাড়ির ছাদে, কোন ছাত্রাবাসের জানালায়
কিংবা এই শহরের কোন গলিপথের
বৈদ্যুতিক তারের উপর
পাখিটার ইচ্ছে হলেই চুপ করে গিয়ে বসতে পারে
কারো বাড়ির বারান্দায়
দেখে আাসতে পারে সদ্য জ্বলা সাঝপ্রদীপ
প্রদীপের মিটমিটে আলোয় কারো চোখ মুখ
পিঠের খোলা চুলের কিছু অংশ
পাখিটা তাড়া খেলে আবার ছুট দিতে পারে আকাশে....