তোমার চোখ, চুল, টোল পড়া হাসি, নরম আঙুল
জাপানী মেয়েদের মত পা
বেণীর বাঁধ ভেঙ্গে কপালে, কানের পাশে এসে পড়েছে
কিছু এলোমেলো চুল, খোপার ফুল
হরিণের মত খাড়া নাক, চিকণ ঠোঁট
ধনুকের মত বাঁকা ভ্রু
তোমার চোখের দৃষ্টিও কেমন যেন!
আমি অপলক তাকিয়ে দেখি
দেখি, মাটিতে লোটে শাড়ির খুঁট
তোমার হেঁটে চলা
আমি কবি নই
কবি হলে তোমার হাসির বিশ্লেষণেই লিখতাম মহাকাব্য
ট্র্যাজেডি নাইবা থাকলো ।