আমাদের টিনের চালার ঘর
আমাদের উঠোনে জমেছে শ্যাওলা
আমাদের বাড়ির সামনে পদ্মদিঘি
পদ্মফুলে মন উছালা

আমাদের পাড়ার আঁকাবাঁকা পথ
পথের পাশে আমাদের পাঠশালা
ভোর হতেই কচিকাঁচার ভিড়ে
আমাদের পাড়া উজালা

আমাদের গাঁয়ে  বুড়ো বটগাছ
আমাদের গাঁয়ে বসে হাটখোলা
আমাদের গাঁয়ের অদূরে নদী
জোয়ারে জল উতালা


আমদের গ্রামে কাঠের পুল ব্রিজ
আমাদের খালে নড়বরে সাঁকো
আমাদের গাঁয়ে অভাব অনটন
খুব আধুনিক নাকো  


আমাদের গাঁও হিন্দু মুসলমানের
আমাদের কানে আসে আজান উলুধ্বনি
আমাদের গাঁয়ের আমরা সবাই
আপন বলে জানি


এই গাঁও ছেড়ে যাবো না কোথাও
এখানে থাকে আমার ছোটবোন, মা
এই গাঁর সাথে মিতালী গড়েছি
কোথাও যাবো না...