এখন আমার নিদারুণ দুর্দশা
খড়ের চালা ভেদ করে ভেতরে ঢোকে বৃষ্টির জল
গুরু গুরু মেঘ গর্জন শুনেই
বিছানা গুটিয়ে নিয়েছি অনেক আগে
কিন্তু ঘুমাবো কই?
সারারাত আমার এ ঘর ও ঘর করেই কাঁটে।
আমার স্যাতস্যাতে উঠোনে রোদ্দুর পড়ে না
আমার জমাট বাঁধা অন্ধকার বাড়িটায়
রাত্তিরে রুপোলি আলোর দেখা নেই
আমার ভাড়ার পূর্ণ
তবু চুলোয় হাঁড়ি চলে না
ইচ্ছে করে
আমিও একটা নালিশ জানাই উপর মহলে....