এখন আমার ক্ষুধা লাগছে, ভীষম ক্ষুধা
খাবার চাই, খাবার
খানিকটা পড়ে ক্ষুধা মরে যাবে
ভাব আসবে ক্ষুধামন্দার
তখন তোমার শানকি ভর্তি ভাত
বাসি হলে দোষ দিওনা আমার
ক্ষুধামন্দার আগেই আমার খাবার চাই।
এখন লঙ্কা পোড়া পান্তা ভাত
তাতেই আমার যথেষ্ট
তখন ঘিয়ের সাথে পোলাও ভাত
বাসি হলে দোষ দিওনা আমার
এই খা খা করা রোদ্দুরেতে এখনই আমার খাবার চাই
এই ধুলো বালি ঘাসের উপর
নেভাতে চাই ক্ষুধা
তখন তোমার তক্তপোষের সাজানো খাবার
বাসি হলে দোষ দিওনা আমার
ক্ষুধামন্দার আগেই আমার খাবার চাই।
হ্যাঁগো, খাবার দাও খাবার
অনাহারে মরেই গেলে
তখন তোমার শোকের ভার
আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে
দোষ দিওনা আমার
এখন কিছু হলেও খাবার দাও।