মসজিদে হয় মন্দিরে হয়
হয় প্যাগোডা গির্জাতেও
পাঠশালা আর মক্তবেও হয়
হয় নামি দামি ভার্সিটিতেও
ঝোপঝাড়ে হয়, হয় বাস ট্রামে
হয় রঙিন শীশমহলেও
জাতেও হয়, বিজাতেও হয়
হয় গুরু শিশ্যেও
অধ্যাপক আর ছাত্রীতেও হয়
হয় একলা রাতে চলতেও
বস আর কলিগেও হয়
হয় খালুজান আর বুয়াতেও
ছ বছরের মেয়েতেও হয়
কুঁড়ি বছরের যুবতীও
এইটে পড়া ছেলেতেও হয়
সুযোগে পালায় সুমতিও
নিদারুণ দুর্দিনে সমুদ্রেও হয়
হয় মহাকাশে বিমানেও
বৈশাখী মেলার ভিড়েও হয়
বাদ যায়না সেখানেও
প্রায়ই হয় খবরের শিরোনাম
মিছিল মিটিং প্রতিবাদ
হ্রাস হচ্ছেনা, বাড়ছেই ক্রমশ
. ..............................
০৩.০৭.১৫ রাত ১২.০৬, মিরপুর-১, ধাকা।