পৌষ মাঘ মাস, সুনসান নীরবতা সেহরির সময়
চুপি চুপি সবাই সারিত ভোজ, ছোটরা টের না পায়।
আমি তখন খুব ছোট, কতইবা বয়স হবে
আমপারা হাতে মক্তবে যাই, ক্লাস টু থ্রি সবে
একদিনে রাখি দুইটা রোজা, মায়ের ফতোয়া বটে
বড়দের রোজা একটি আর ছোটদের দুইটা করে।।
সুরাকেরাত পড়ি, টুপি মাথায় ঘুরি, শুষ্ক ক্লান্ত মুখ
জোহরের সময় ইফতারি করি, কি যে মহা সুখ
বাবার মত আতর লাগাই , পাঁচবেলা পড়ি নামাজ
অশ্রাব্য কথা মুখেও আনিনা, সারাদিন ভালো কাজ।।
সন্ধ্যা হলে আবার ইফতারি, সারাদিন রেখে রোজা
বড় আপা বলিত দুষ্টুমি করে ‘তুই তো থাকিস ভোজা’
বাবার সাথে তারাবীতে গিয়ে মসজিদে ঘুমিয়ে পড়া
সেহরির সময় ওঠাবে কিন্তু মাকে বায়না ধরা।।
১৮.০৬.২০১৫