শাসনেও শান্তি আছে
বোঝার মানুষ কোথায়
সে কি আর বুঝতে পারে
শাসনে ও ভালোবাসা বোঝায়
একটু শাসন করলে তাকে
মন খারাপ হয় ভারি
তাইতো তখন রাগ দেখিয়ে
করতে চায় সে আড়ি
শাসন তো তার উপরেই
ভালোবাসা হয় যাকে
শাসনের  পিছনে কারণটা
এখন, কে বোঝায় তাকে
তবুও তাকে শাসন করা
আগলে আগলে রাখা
আর, একটু অভিমান থাকলেই পরে
সেটি একটি সুন্দর ভালবাসা।