কি অপোলক দৃষ্টি তোমার
দেখিতেই মনে চায়
ভুলতে চাওয়ার ইচ্ছেতেও হায়
ভুলতে পারিনা তোমার আশায়
স্মৃতির পাতায় আছো তুমি
আছো মনের গহীন কোণে
তোমার নামে হৃদয় খানিতে
মন যে আমার স্বপ্ন বুনে
হৃদয় মাঝে তোমায় রাখা
মাঝে মাঝে কথা বলা
স্বপ্ন ছিল একসাথে হায়
বহুদূর হবে পথ চলা।