নিত্য নতুন শেখার মাঝে
নিয়ে সুন্দর মানসিকতা
মানুষের পাশে দাঁড়াতে
মোরা হয়েছি একতা
জীবন না হয় হোক ক্ষণস্থায়ী
কর্মের মধ্যেই সফলতা
কর্ম হোক মানুষের জন্য
তার মধ্যেই বেঁচে থাকা
আমরা না হয় মানুষের জন্য
জীবন দিলাম সূপে
জান্নাত হোক বা স্বর্গে
নাম টি যেন থাকে ।