কোন এক নিশিতে
নিস্তব্ধ এক আকাশের নিচে
হয়তো তোমার নয়ন জলে
নয়তো আমার কষ্টের মাঝে
তোমায় স্মৃতির পাতায় আঁকড়ে ধরেছি
তোমার নামে লেখা গল্পে তুমি মহারানী
তোমার গল্পে আমি একটা চরিত্রও পাইনি
পৃথিবীটা জানি গোল
আসবে একদিন ফিরে,
দেখবা তখন স্মৃতির পাতায়
রেখেছি আঁকড়ে ধরে
তোমার হাসির মাঝে আমি
গিয়েছি গহীন পানে ভেসে
মিষ্টি হেসে আমার তুমি
হৃদপিন্ডের স্পন্দন দেও রুখে।