তোমার ওই তীক্ষ্ণ আঁখি
আমি ভীষণ মায়ায় পড়েছি
জানিনা এত অল্প সময়ে
কীভাবে এতটা ভালোবেসেছি
তোমার আঁখির গহীন কোণে
আমার জন্য স্বপ্ন বোণে
তোমার কাজল কালো আঁখির মাঝে
আমার মিষ্টি হাসি সাজে
যদিও তুমি অনেক দূরে
আঁখি আমায় কাছে টানে
তোমার আঁখির তুলনা হয়না শেষ
এই আঁখির মায়ায় আছি বেশ।