উজাড় করা আদর সোহাগ দিয়ে তিলে তিলে
গড়ে তোলা আমার বাগানে
ফুঁটে আছে কালো গোলাপ
আর আমি অন্য কারো যত্নে বেড়ে উঠা
অনধিকার প্রান্তরে
খুঁজে ফিরি বনফুল
খুঁজে ফিরি দৃষ্টিহীন চেনা চোখ।
অতঃপর বেসামাল মাতাল হয়ে উঠি
নিষিদ্ধ ছলনায়!
কোন প্রহেলিকার প্রলোভনে
আমার এ পদস্খলন?
আমার কামনায় লালসারা ছিল নিষ্পাপ
অথচ তোমার নীরবতায় দেখি
তার -ই কদর্য প্রতিফিলন
আকাশে বুভুক্ষু শকুনির বিচরণে
মরণ দশার অবধারিত ইঙ্গিত!
ভয়ার্ত ইঁদুর হয় তাই আশ্রয় খুঁজি
প্রাণহীন গভীর অন্ধকার গর্তে।
২০০৩ ০৫ ১৭