বন ফুল আনমনে
জানি না যে কি কারণে
সুরভিত মধুময়
নির্ভয়ে দোলা খায়।
প্রজাপতি অজানায়
উড়ে উড়ে খুঁজে পায়
চুপি চুপি কথা কয়
জান কি সে, কি শুধায়?
মধুকর দিনমান
গুন গুন গেয়ে গান
করে মধু আহরণ
নেই কোনো নিবারণ।
বন ফুল তবু সব
বনে শুধু শোভা পায়
নেই কোনো কলরব
থেকে যায় অজানায়।
করে সব ঋণী হায়
নীরবে সে ঝরে যায়
সমীরণ কয়ে যায়
সুরে সুরে বেদনায়।
২০২১ ০৬ ২৯