থাকবো আমি রুদ্ধ কক্ষে
দেখবো তবু জগৎটাকে!
কার সাধ্যি আমায় রোখে?
অনলাইনে বসছি জেঁকে।

দেখো আরো কত লোকে
আমার মতো চতুর্দিকে
রাত-দিন আছে ঝোঁকে
অনলাইনের প্যান্ডামিকে।

টুইটার আর  ফেসবুকে
নতুন খবর আসতে থাকে
আপডেট হয় এক ঝলকে
নেইকো বালাই ঠিক-বেঠিকে।

সুযোগ পেলে এরই ফাঁকে
নীতির বচন  দিবে ঠুকে
যে যা বোঝে সেই আলোকে
নিজের বাণী জপতে থাকে।

খাবার মেন্যু  কেউবা হাঁকে।
কেউবা কাঁদে মরণ শোকে।
কেউবা আবার তৃপ্ত থাকে,
জন্মদিনের সুখ-স্মারকে।

স্মৃতির পটে কেউবা আঁকে
মনে পরে যখন যাকে।
এই সুযোগে কোন চমকে
ব্যবসা ফাঁদে কিছু লোকে।

আমি ও দেখো কাব্য লিখে
সবার কথা যাচ্ছি বকে।
আমার মতো এই বাতিকে
ভুগছে দেখো কত লোকে।

উন্নয়নের কোন সূচকে
অনলাইনের ঘূর্ণিপাকে
আমরা সবাই ক্রীড়ানকে
পড়ছি আজি কোন বিপাকে?

২০২১ ০৭ ২৯