অপেক্ষার প্রহর কাটেনা সময় গুনে
উতলা হায়েনার রোষে জ্বলে প্রতিটা ক্ষনে
এতোটা দীর্ঘ কেন হয় প্রতিটা প্রহর
কাটেনা সময় আর কাটেনা ঘোর
কখনো একটি প্রহর মানে একটি দশক
চমকিত চাতক ফেলেনা চোখের পলক
থেমে থাকে যেন ঘড়ির কাটা
নদীর জলে ও উঠে না জোয়ার ভাটা
কাটেনা যে অপেক্ষার সাতটি কাহন
দমিবে কি চিত্ত ঝলসানো তীব্র দহন
২০২১ ১১ ১৮