কোথায় গেলে শান্তি মেলে
কোথায় সুখের নীড়?
ধনের মজুত বৃদ্ধি পেলে
সুখ বাড়ে কি ধনীর?
কোথায় গেলে দেখা মেলে
সুখ-পাখিদের ভীড়?
যেথায় সবাই হেসে খেলে
সুখের খোঁজে অধীর?
কোথায় গেলে তৃপ্তি মেলে
মিটবে মনের ক্ষুধা?
দুঃখ কষ্ট ভুলে গেলে
ঘুঁচবে কি সে ধাঁধা?
কোথায় গেলে প্রেমের জলে
ভাসব সীমাহীন?
কিসের তালে ভুলের ছলে
ভুলবো সকল ঋণ?
কোথায় গেলে মুক্তি মেলে
কোথায় স্বাধীনতা?
একটু খানি যাও গো বলে
শুনব সে কথকতা।
২০২১ ১১ ২২