কারূনের নাম তোমরা শুনেছো কজন
মুসা নবীর সম্প্রদায়ের সে ছিলো একজন
কারূন তো ছিলো এক বিশ্বাসঘাতক
ফিরাউনের দলে সে দিয়েছিলো যোগ
ধন-ভান্ডারের চাবি তার করতে ধারণ
শক্তিশালী ক্রীতদাস ছিলো কত জন
এতো চাবি ছিলো যে তার কত যে ওজন
কষ্টসাধ্য ছিলো বটে তা করতে বহন
সম্পদের পাহাড়ে ও ভরে নাই তার মন
গড়ে ছিলো প্রাসাদ সম নিজের আবাসন
বুঝে নাই, আল্লাহ তাকে করেছেন কৃপা
অধম কারূন, কভু করে নাই মানুষের সেবা
অঢেল সম্পদ নিয়ে তার কত যে বড়াই
বলেছিলো সব তার নিজের-ই কামাই
সম্পদের বহর সে তার, করতো প্রদর্শন
মোহান্ধ সকলের তা আফসোসের কারণ
ন্যায় পরায়ণ মুমিনরা সব করতো যে ধিক্কার
তাদের তরে, রবের সওয়াব পরম উপহার
সব বিত্তশালী নফরমানদের আল্লাহ করেছেন বিনাশ
ধন- দৌলত প্রাসাদ সমেত কারূনকে মাটি করেছে গ্রাস
সম্পদ আর কুচক্রী দল তারে করেনি উদ্ধার
পরিত্রানের কর্তৃত্ব শুধু ছিলো যে আল্লাহর
আক্ষেপ করতো যারা কারূনের প্রাচুর্য দেখে
কারূনের পরিণতি দেখল তারা নিজেদের চোখে
তারা সব সম্বিত ফিরে পেলো অবশেষে
ধন-দৌলত আসে যায় আল্লাহ-র আদেশে
------------------------------------------
সূরা আল-কাসাস (২৮: ৭৬-৮২ অবলম্বনে
========================
শিক্ষণীয়
-------------------------------------
দুনিয়ায় ঘাঁটি মোদের ক্ষণিকের লাগি
হুতাশায় কেন কাটাই দিন-রাত জাগি?
এটা চাই ওটা চাই, চাওয়ার শেষ নাই
আরো বেশী চাই মোরা যত বেশী পাই
যত বেশী পাই মোরা তত অহংকারী
যত বেশী ধনী তত দেখাই বাহাদুরি
মনে রেখো আল্লাহ সব দিয়েছে জিম্মা
ভোগ-বিলাসে করলে ব্যয় পাবেনা ক্ষমা
মরার সময় শূন্য হাতে-ই যেতে হবে সবার
ফেলে যাবো দুনিয়াতে সব রসদ ভাণ্ডার
---------------------------------------
২০২১ ০৭ ১৬