শোষণে দমিত শত মানুষের প্রাণ!
সজ্জন কতজন চায় তার অবসান?
কে শুনিবে শোষিত মানুষের শ্লোগান?
বাঁচার অধিকারে চাই সবার সমান!
কাগজে কলমে বন্দী ন্যায়ের বিধান!
শোষকের মুখে শুনি সাম্যের গান!
তাদেরই তাণ্ডবে মানবতা সদা ক্ষীয়মাণ!
শোষিত জনে পাবে কোথায় পরিত্রাণ?
শোষকের বশে কাপুরুষ
খোঁজে নিজেরই ত্রাণ
স্বার্থপর পাষাণের দল
মনুষ্যত্বেরই অপমান !
কপট ভন্ডের ভীড়ে
শংকিত মানুষের পরান !
ভাঙিলে শোষকের শৃঙ্খলা
তবেই হবে এর অবসান!
আসিবে শাসক তখনই
সুবিচারে যারা অম্লান।
আদি হতে আজ অব্দি
একই ধারা আবহমান।
২০২১ ১১ ২১