বেঁচে থাকার জন্যে মোরা করি কত যুদ্ধ
ক্ষনিকের সীমানায় মোরা থাকি সীমাবদ্ধ
চলতে চলতে জীবনের এ অচেনা অক্ষ
স্বাদ পিয়াসী নিয়ত কত সুখ আর দুঃখ
তবু সীমাহীন মোদের স্বপ্ন আর উপলক্ষ
সুখী হতে হবে - এইতো সবার লক্ষ্য
চাহিদা নয় সবার প্রয়োজন সাপেক্ষ
এ চলার পথে সকলে নয় সমকক্ষ
ভালো-মন্দ বিচারে মোরা কে কতটা দক্ষ
কথা কাজে মোরা পাবো তার-ই সাক্ষ্য
এরই মাঝে থাকে কত পক্ষ আর বিপক্ষ
চিন্তা চেতনায় মোরা কে কতটা নিরপেক্ষ?
২০২১ ১০ ১৪