কেন আজি ত্বরিতে ঘন বরষায়
মেঘেরা ঢাকিছে দিনের আলো?
শয়নে স্বপনে সুখের আশায়
কে তুমি গৃহে মোর প্রদীপ জ্বালো?
দুরু দুরু বুকে ভীত ভাবনায়
যা কিছু ছিলো সাধ হারালো
আশা বাঁধি বুকে কোন ভরসায়?
কেন আজি লাগে এলোমেলো?
নিভৃতে একাকী যে আজি কাঁদায়
সে ছিলো হৃদয়ে কুসুম কোমলো।
নিঃসঙ্গ গগন গর্জে ভরা বেদনায়
তাহারে ভুলিয়া আমি আছি কি ভালো?
২০২১ ১১ ০৬