আজ এইখানে, এই ক্ষণে
আমার-ই কারণে
আমার যে পরিণতি,
সে আমার-ই প্রাপ্তি।
কি জানি কিসের টানে
মরীচিকার আমন্ত্রণে
লোভ-লালসার হাতছানিতে
লাগামহীন যাত্রা পথে
বেহিসাবী দিনে-রাতে
ছুটেছিনু দিশাহারা
বিরামহীন বাঁধনহারা
ও আমি কোন সে ছলনায়
কোন রঙ্গ-তামাশায় ?
পার করেছি কত যে সময় !
সীমাহীন চাওয়া পাওয়ার
বেহিসেবী লোভের শিকার
আমি যে হায় ছিলাম অসাড়
সত্য-মিথ্যার বোধ হারিয়ে
ঠিক-বেঠিকের ভেদ এড়িয়ে
আঁকা-বাঁকা পথ পেরিয়ে।
ছুটেছিলাম ভুল সে ঠিকানায়
তাই বুঝি হায় এখন অসহায়
আমি আজ বড়ই নিরুপায়।
যা কিছু হলো আমার
দূর করেনি মনের আঁধার।
তাই বুঝি আজ শূন্য হাতে
ফিরে চাই দূর অতীতে।
পাবো কি আর একটু সময়
হে মালিক তোমার কৃপায়?
জীবনের ক্লান্ত মোহনায়
বিবেকের বোবা তাড়নায়
পড়েছি গভীর ভাবনায়।
কেঁদে কেঁদে করি প্রার্থনা
হে মালিক তোমার করুণা
আমি কি পাবো মার্জনা ?
জীবনের বেলাভূমে
রহম করো এই অধমে।
২০২০ ১০ ২৯
["আমি কি পাবো মার্জনা" কবিতাটির সাথে নতুন কিছু লাইন সংযোজন করে লেখা]