এসেছিলো ইসলাম বাণী লয়ে
মানুষেরে দিতে যত শৃঙ্খলা শান্তি
আলোর পথে যেন আসে ধেয়ে
ফেলে সব অনাচার ভুল-ভ্রান্তি
সে যুগে মানুষ ছিলো বটে
ব্যভিচার ও অনাচারে লিপ্ত
মানুষের গুণাবলী ভুলে সব
জুলুম শোষণে ছিলো তারা মত্ত
এরই মাঝে শুনে তারা আচানক
নবীজী দিয়েছিলো শান্তির ডাক
সম্বিৎ ফিরে কারো ভাঙে বিভ্রাট
আর কেউ হয় বড় হতবাক
সে সমাজে ইসলাম মানে ছিলো
মহা এক সঙ্কট, নেই যার প্রয়োজন
বর্বর বেদুইন বোঝেনি সেদিন
ছিলো তারা কত বড় মূর্খ অচেতন
অগণিত মানুষের কাছে ছিলো
ইসলাম যেন এক অচেনা আগন্তুক
আল্লাহর বাণীগুলো মেনে নিতে
ছিলো না কেউ তারা এতটুকু উৎসুক
মানুষের রীতি প্রথা চেতনায়
দেখি আজ জাহিলের একই রূপ
ইসলাম বুঝি হয় অচিরেই
মানুষের কাছে হবে অচ্ছুৎ বিদ্রূপ!
২০২১ ১১ ১০