জাগিয়া থাকে যে অবাধ গগনে
তাঁহারে দেখিব নয়ন আয়নে
আছে সে আসীন হৃদয় আসনে
অদেখা বাঁধনে অজানা কাহনে
হামেশা চাহিয়া শয়নে স্বপনে
সতত ডাকিব গোপনে গহীনে
স্মরণ করিব মধুর চয়নে
অধরে শুধিব অধীর পরাণে
রাখিব তাঁহারে আমারি ভুবনে
বরষা নামিবে হরষে নয়নে
প্রসাদ আসিবে আমারি মননে
নিয়ত কাটিবে বসন্ত লগনে

২০২১ ০৯ ৩০