ও আমি কোন সে ছলনায়
কোন রঙ্গ-তামাশায় ?
পার করেছি কত যে সময় !

আমার এ  টাকার পাহাড়
পরিচ্ছদে রঙের বাহার
দূর করেনি মনের আঁধার।

সত্য-মিথ্যার বোধ হারিয়ে
ঠিক-বেঠিকের ভেদ এড়িয়ে
আঁকা-বাঁকা পথ পেরিয়ে।

ছুটেছিলাম  ভুল সে ঠিকানায়
তাই বুঝি হায় এখন অসহায়
আমি আজ বড়ই নিরুপায়।

জীবনের এই ক্লান্ত মোহনায়
বিবেকের বোবা তাড়নায়  
পড়েছি গভীর ভাবনায়।

কেঁদে কেঁদে করছি প্রার্থনা
বিধাতা তোমার করুণা
আমি কি পাবো মার্জনা ?
২০২১০৬০৪