চারিদিকে আজ কিসের আভাস?
তোমরা যাহা করিতেছো ফাঁস
কুলীনের ঘরে করিয়া তালাশ!

মত্ত মাতালেরা লালসার দাস
জানেনা অধম  কিসে তার নাশ!

নষ্টামী আজ সব করিছে গ্রাস
বিষ বায়ু আজ হানিছে সর্বনাশ
নির্বলেরা তাই ছাড়িছে নাভিশ্বাস!

রন্ধ্রে রন্ধ্রে দেখি শ'তানের বাস!
রুধিবে কে? নাই কোন অবকাশ!
নিষ্ফল হবে সব বিক্ষিপ্ত প্রয়াস
ব্যর্থ আমি তোমারে বলিতে সাবাস!

২০২১ ০৮ ০৫