তোমারি ডাকে নবী হে আমার
মূর্তি পূজা সব করে পরিহার
মদিনার পথে গিযেছিলো সেদিন
কলেমা বুকে লয়ে ক'জনা মুমিন।

তৌহিদের ডাকে মুমিনেরা যুগে যুগে
এক অদ্বিতীয় রব লালন করে বুকে।
মেনে নিতে সেদিন পারেনি যারা,
তৌহিদের ডাকে দেয়নি  সাড়া।

সেই কাফেরের দল করেছিলো বিতাড়িত
যারা এনেছিলো ঈমান মুমিন যত  

মক্কার অদূরে মরুবুকে কতটা বছর
কাটিয়েছে তারা অনাহারে পীড়িত প্রহর।

ঘোষণা দিয়েছিলো কাফেরের দল
প্রাণের নবীরে মোর করিবে কতল !

আলি কে সেদিন রেখে তার ঘরে
আবুবকর কে লয়ে রাতের আঁধারে
মদিনার পথে নবী মোর মক্কা ছাড়ে
সফল সকলি তারা ঈমানের জোড়ে।

রেহাই পেতে কাফেরের তরবারি হতে
থুর পাহাড়ের গুহায় আড়াল করিতে
চুপিসারে বসেছিল দু'জনে একই সাথে।
আচমকা সে গুহা মুখে কোথা হতে
মাকড়সা, কপোত-কপোতী বাসা বাঁধে।

কাফেরের দল হেথা এসে সংশয়ে পরে।
কপোত-কপোতী বসে আছে তাদের নীড়ে।
ভাবেনি কেহ থাকিবে গুহার ভিতরে।
তাই বুঝি বিফল অধমেরা যায় ফিরে।

এভাবেই কাফেরের চোখে দিয়ে ফাঁকি
নিরস্ত্র আবু বকর নিয়ে জীবনের ঝুঁকি
প্রাণের থেকে প্রিয় নবীরে লয়ে সাথে
মরু পথ ধরে গিয়েছিলো মদিনাতে।

কত শত বছর হয়ে গেলো পার
তবু আজ ও দিলে মুমিন সবার
গেঁথে আছে পথচলা সেই কথকতা
দিকে দিকে তারা ছড়ায় সে বারতা।

২০২১ ০৮ ০৮