ভূমিদস্যু তুই - তোর টাকার জোরে
কিসের প্রয়োজনে কোন অধিকারে
দখল করে ছলে বলে কৌশলে
সীমাহীন লোভে গড়েছিস তুলে
তোর রাজত্ব মানুষের আঙিনায়?
দানবীর না দানব তোকে - কে তা শুধায়?
তোর টাকা আছে বলেই কি তুই
দেশে দেশে কিনছিস মানুষের ভুঁই?
মনে আছে নাকি উপেনের ছিলো দুই বিঘে জমি?
টাকার জোড়ে কেড়ে নিযেছিলো তা রাজা ভূস্বামী।
আজো ঘানা, সুদান, মালি, বা জাভায়
মানুষ টানে ভূমিদস্যুদের ঘানি!
কেড়ে নিয়ে অসহায় কৃষকের জমি
খুঁজে ছিলো সোনা রুপা হীরার খনি
ভূমি দস্যুরা সাজে সভ্যতার মধ্যমণি!
আছে নাকি অজানা কারো
রক্তে রঞ্জিত নীল কুঠির সেই সন্ত্রাস?
ব্রিটিশ রাজের কলঙ্কিত ইতিহাস?
কৃষকের জমি কেড়ে নিয়ে সেদিন
বাংলায় ওরা করেছিলো নীল চাষ!
ভূমিদস্যু রক্ত চোষার দল বার বার ফিরে আসে
অনায়াসে মানুষেরে আনে বশে নতুন মুখোশে
তুই যে ঐ ভূমিদস্যুদের-ই উত্তরসূরী
প্রতারক দানব তোর আছে দানবীর নামধারী!
তুই দানবীর মুখোশে ঢাকা অত্যাচারী
মানুষ দেখে না তোর হিংস্র হায়েনার রূপ
ভয়ে বা লোভে - শিক্ষিত গর্দভ বসে থাকে নিশ্চুপ
২০২১ ১১ ২৬