বিড়াল বলে,
ইঁদুর গুলো বেজায় পাঁজি
ঢুকে পরে গর্তে,
গর্ত গুলো ছোট এতই
পারে না সে ঢুকতে!
ইঁদুর বলে,
বিড়াল জাতি দেখতে সদয়
বটে, হাড়ে বজ্জাত!
খেতে কেন হবে মোদের
রেখে মাছ-ভাত?
ইঁদুর-বিড়াল মারামারি
চলবে বটে, নয়তো নতুন কিছু।
দেখো টম এন্ড জেরি
লেগে থাকে একে অন্যের পিছু।
থাকতো যদি মিলেমিশে
যত আছে ইঁদুর আর বিড়াল,
ঘরে ঘরে থাকতো তবে
স্নোবল আর স্টুয়ার্ট লিটল।
ইঁদুর-বিড়াল মারামারি
চলবে চিরকাল,
প্রকৃতির নিয়ম এটাই
থাকবে যে বহাল।