ঠা ঠা রোদ্দুরে এই ভর দুপুরে
কথা ছিলো বাতাস হাঁসফাঁস করবে
তা না ...
লাগাতর গুড়ি গুড়ি বৃষ্টিতে
একটা ভারী বিষণ্ণ সন্ধ্যার ছায়া চারিদিকে
মনে হচ্ছে এক্ষুণি ঝাঁপিয়ে পড়বে
রাতের অন্ধকার !
কি এক পাগলা হাওয়া এলে
মেঘেদের শুরু হয় দৌড়ের পাল্লা
কে কার আগে ছুটবে?
তারপর ...
বৃষ্টিজলে রোদ্দুরে মাখামাখি ভর দুপুর
গাছের পাতায় পাতায় বাতাসের নূপুর
আমি চাই রোদ্দুর আরো রোদ্দুর
একটুখানি বৃষ্টি মাখা রোদ্দুর
সন্ধ্যা হতে এখনো অনেক দেরি
নির্বিঘ্নে আর কিছু ক্ষন কাটানো যাবে
একা একা হেটে এই রোদ ভাঙা পথে।
ঠিক এই মুহূর্তে বাড়ি ফিরতে তাড়া নেই
২০২১ ১২ ০৮