আমিতো বেশ আছি
এখনো বেঁচে আছি
হাসি খুশী উল্লাসে।
কত যে স্বপ্ন-বিলাসে।
একদিন হবেই মরণ।
কি লাভ তা করেই স্মরণ?
বুঝি না কি লাভ হবে?
মরণের কথা ভেবে।
কে জানে সব কোথায় যাবে?
মরণের পরে তবে।
লাভ কিছু আছে বটে।
ভাবি যদি, কি যে জোটে।
পরবো নাকি সঙ্কটে?
বিচারের শেষ ঘাটে।
মানো কিবা নাই মানো
হবে নাকি বিচার কোনো?
সে কথাটা আগে জানো।
ঝুঁকি তাতে নেই ন্যূন।
বিচার যদি নাই বা হলো
এ জীবনে যা যা ছিলো
মরণের পর কি কি বলো
কোথায় কার সঙ্গী হলো?
মত্ত ছিলে ভোগ বিলাসে
জীবনটাকে ভালোবেসে
বেখেয়ালে কোন মানসে
অনায়াসে অভিলাষে।
ডুবে ছিলে ধন-সম্পদে!
কিছু কি আর যাবে সাথে?
সঙ্গী সাথী কদিন কাঁদে?
সব করেছো যাদের সাধে।
মরার কথা ধ্যানে আনো
লোভ লালসার লাগাম টানো।
দেখবে জীবন মধুর হবে
একদিন তার সুফল পাবে।
২০২১ ০৬ ২৫